Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জুন ২০১৬

এসসিএতে বোরো বীজ ফসলের প্রি-পোষ্ট কন্ট্রোল গ্রো-আউট টেষ্টের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2016-05-05

ইনটিগ্রেটেড এগ্রিকালচারাল প্রোডাকটিভিটি প্রজেক্ট (এসসিএ সাব-কম্পোনেন্ট) এর অর্থায়নে ২০১৫-১৬ মৌসুমে গাজীপুরস্থ বীজ প্রত্যয়ন এজেন্সীর কন্ট্রোল ফার্মে ০৫ মে ২০১৬ তারিখে বোরো বীজ ফসলের প্রি-পোষ্ট কন্ট্রোল গ্রো-আউট টেষ্টের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ মৌসুমে এজেন্সীর কন্ট্রোল ফার্মে ধানের ২৫টি জাতের মধ্যে প্রজনন বীজের ৬৬টি, ভিত্তি বীজের ৪৩৮টি ও প্রত্যায়িত বীজের ৪৬টি নমুনাসহ  মোট ৫৫০টি নমুনার বীজ পরীক্ষা করা হয় । প্রি-পোষ্ট কন্ট্রোল গ্রো-আউট টেষ্টে মোট নমুনার মধ্যে ১৩২টির বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়। অনুষ্ঠিত মাঠ দিবসে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ সরেজমিনে মাঠ পরিদর্শন ও পর্যবেক্ষনের মাধ্যমে সমস্যাগুলো অবলোকন করেন। বীজ প্রত্যয়ন এজেন্সীর পরিচালক এস এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বীজ প্রত্যয়ন এজেন্সির অতিরিক্ত পরিচালক (সীড রেগুলেশন ও মান নিয়ন্ত্রণ) মো. সোলায়মান আলী। মাঠ কার্যক্রম উপস্থাপন করেন  বীজ প্রত্যয়ন এজেন্সির উপপরিচালক (মান নিয়ন্ত্রণ) মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বীজ প্রত্যয়ন এজেন্সির উপপরিচালক (সীড রেগুলেশন) ও প্রজেক্ট ম্যানেজার ড. মো. জাকির হোসেন। বক্তাগণ মানসম্মত বীজের জন্য বীজের নমুনা সংগ্রহ, বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, ট্যাগিং, ব্যাগিং এর ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। এ মাঠ দিবসে ডিএই, বিএডিসি, ব্রি, বারি, বিনাসহ বীজ প্রত্যয়ন এজেন্সির আঞ্চলিক ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রাইভেট কোম্পানীর প্রতিনিধিবৃন্দ এবং কৃষকগণ অংশগ্রহন করেন।